শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কালিহাতীতে ভিডব্লিউবি কার্ড ছিঁড়ে অবৈধ লিখে দিলেন চেয়ারম্যান
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১:২৩ PM

টাঙ্গাইলের কালিহাতীতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ভিডব্লিউবি কার্ড কেড়ে নিয়ে ছবি ছিঁড়ে কার্ডে অবৈধ লিখে দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদারের বিরুদ্ধে।

উপজেলার নারান্দিয়া ইউনিয়নে গত বুধবার (৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার (১০ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারীরা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী আন্না বেগম ও নার্গিস খাতুন উপজেলা নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাসিন্দা। 

আন্না বেগম ও নার্গিস খাতুন জানান, দুস্থ হওয়ায় সরকার থেকে তাদের ভিডব্লিউবি (ভিজিডি)  কার্ড পেয়েছেন। বুধবার (৫ এপ্রিল) তাঁরা ভিজিডির কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে  চেয়ারম্যান মাসুদ তালুকদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি করে বিবাদ হয়। এক পর্যায়ে চেয়ারম্যান  কার্ডটি কেড়ে নিয়ে ছবি ছিঁড়ে কার্ড দুইটিতে অবৈধ লিখে দিয়ে তাদের তাড়িয়ে দেন।

এবিষয়ে উপজেলার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, তাদের কার্ড ছিঁড়া ও অবৈধ করা হয়নি ওয়ার্ড ইউপি সদস্যর সাথে ভুল বুঝাবুঝি হয়েছিল।

কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে বলেন, এটা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি  কার্যক্রমের কার্ড। কার্ডটি ভুক্তভোগীর নিজস্ব সম্পদ। চেয়ারম্যানের হস্তক্ষেপ করার অধিকার নেই।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত