বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ফেনীতে কোচিংয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ, জামায়াত অভিযোগে গ্রেপ্তার ২৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২:২৪ AM আপডেট: ১২.০৪.২০২৩ ১২:৩৪ AM
ফেনী শহরের এসএসকে রোডের দিদার টাইলস ভবনের ৪র্থ তলায় ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং  সেন্টারে ক্লাস চলাকালীন সময়ে ৬০-৭০ জন শিক্ষার্থীকে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা দরজায় তালা মেরে অবরুদ্ধ করে রাখে। 

পরবর্তীতে ছাত্রলীগ কর্মীরা, জামাতের গোপন বৈঠক চলছে বলে পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ফেনী সদর থানা পুলিশ উপস্থিত হয়।

অবস্থানরত শিক্ষার্থীদের মধ্য থেকে ২৬ জন শিক্ষার্থীকে জামায়াত-শিবির সন্দেহে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কোচিং সেন্টারের পাশের ব্যবসায়ী আনিসুল হক প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, "প্রতিদিনের মতো শিক্ষার্থীরা কোচিং সেন্টারে ক্লাস করতে আসে। আজকে হঠাৎ স্থানীয় ৪০-৫০ জন ছাত্রলীগ  কর্মী জড়ো হয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে পুলিশকে সংবাদ দেয়।"

কোচিং এর শিক্ষক জামাল উদ্দিন জানান, " কোচিং এর সুনাম ক্ষুন্ন করতে একটি মহল পরিকল্পিত ভাবে রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করছে। ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং এর সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই।"

আটককৃত অনেক স্বজনদের দাবী তারা আ.লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তারা তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য এই কোচিং সেন্টারে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় ফেনী সর্বমহলের লোকজন উদ্বেগ প্রকাশ করে।


বাবু/এ আর



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কোচিং   শিক্ষার্থী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত