শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
২০২৭ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১০:৩৬ AM
ভারত ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল স্থানীয় সময় গত সোমবার ফ্রান্সে প্রবাসীদের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেন। খবর এনডিটিভি ও দ্য ইকোনমিক টাইমসের।

গোয়েল বলেন, বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে আমরা তৃতীয় বড় অর্থনীতির দেশ হবো। ভারতের অর্থনীতি এখন ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের। ২০৪৭ সালের মধ্যে এ অর্থনীতি দাঁড়াবে ৩০ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে। গত বছর ভারতের রপ্তানি ছিল ৬৭৬ বিলিয়ন ডলার। আমাদের মূল লক্ষ্য ছিল তরুণ ও আগ্রহী ভারতীয়দের অনুভূতি প্রতিফলিত করা। স্বাধীনতার ৭৫তম বছরে আমাদের রপ্তানি ৭৫০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ভারত এখন বিশ্বের অন্যতম ওষুধ প্রস্তুতকারক দেশও। ভারত এখন বিশ্বের অন্যান্য দেশের কাছে বিশ্বস্ত অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আজকের দিনে ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন।

প্যারিসে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ভারতের সঙ্গে ফ্রান্সের অংশীদারত্ব বেশ গভীর। আমার বিশ্বাস এবং আপনারাও স্বীকার করেছেন যে, এ অংশীদারত্ব আমাদের বন্ধুত্ব ও সুযোগকে আরও ত্বরান্বিত করবে। এ অংশীদারত্বকে এগিয়ে নিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বর্তমানে নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং পছন্দের নেতা। ভারত ছাড়াও বিশ্বের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় তিনি সবার কাছে বেশ প্রিয়। এক পৃথিবী, এক পরিবার ও এক আগামীতে বিশ্বাস করা বিশ্ববাসী তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে বলেন, বর্তমান ভারত অনেক বেশি ক্ষমতাবান। তার সামর্থ্য, যোগ্যতা এবং আত্মবিশ্বাস আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। আপনারা নতুন এ ভারতের প্রতিনিধিত্ব করেন।

কাজের মাধ্যমে আপনারা কর্মভূমি এবং মাতৃভূমিতে অবদান রাখছেন।

উল্লেখ্য, গত বছর ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে আসে ভারত। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তখন ভারত বিশ্বের ১০তম অর্থনীতির দেশে পরিণত হয়। পরবর্তী সাত বছরে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ বেড়েছে।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত