সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ডোমার
হাট রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ২:৪৯ PM
নীলফামারীর ডোমার উপজেলায় কৃষি পণ্য বিক্রির একটি হাট রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার আওতায় ‘পুরান মেলা পাগলীমার হাট বাজারটি’ অনুমোদনসহ সরকারি ইজারাভুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকালে পুরান মেলা পাগলীমার হাটে মানববন্ধনের আয়োজন করেন, মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে স্থানীয়রা বক্তব্যে উল্লেখিত হাটটি দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে ইজারার আওতায় এনে সচল করার দাবি করেন।

মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন বলেন, পুরান মেলা পাগলীমার হাট বাজারটি উত্তরাঞ্চলের এক বিখ্যাত ও সুপরিচিত মরিচের হাট হিসেবে পরিচিতি রয়েছে। হাটে বাজার বসানোর মতো নিজস্ব জায়গা রয়েছে। হাটটি সরকারি ইজারাভুক্ত করার জন্যে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করে হাটটি সরকারি ইজারাভুক্ত করাতে পারিনি। 

হাটটি দ্রুত ইজারাভুক্ত করা ও সরকারকে রাজস্ব প্রদানের সুযোগ করে দেওয়ার জন্যে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, হাটটি সরকারি ইজারাভুক্ত করে সচল হলে স্থানীয় কৃষকরা মরিচ, বেগুন, টমেটো,আলু, গাজর, ভুট্টাসহ ইত্যাদি কাচাঁমাল কম পরিবহন খরচায় পণ্য এনে বেঁচাকেনা করতে পারবে। তাই হাটটি দ্রুত ইজারাভুক্ত করতে কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানাচ্ছি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত