মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রুশ বাহিনীকে আইএস এর সঙ্গে তুলনা করল জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৯:৫৭ AM
জেলের ভিতরে ইউক্রেনের যুদ্ধবন্দিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। ভ্লাদিমির পুতিনের বাহিনীর এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাদের এই আচরণের জন্য রুশ বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য, ভাইরাল ওই ভিডিও’র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তি ছুরি হাতে একজনের গলা কাটছে। যার উপর এই অত্যাচার চলছে, তার গায়ে রয়েছে হলুদ রঙের ব্যান্ড। এই হলুদ ব্যান্ড ইউক্রেনের সেনা ব্যবহার করে। 

ওই ভিডিওর সূত্র ধরেই জেলেনস্কি বলেন, “এমন একটা ঘটনা, যা গোটা বিশ্ব অস্বীকার করতে পারবে না। সবাই দেখতে পাচ্ছে, ওই পশুগুলো (রুশ সেনা) কীভাবে মানুষকে খুন করছে। এটা সকলের দায়িত্ব যে, কীভাবে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়।”
তিনি এই ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন। 

ওই ভিডিও প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করেন, “ইউক্রেনের যুদ্ধবন্দিদের নিয়ে যে ভিডিও রুশ সেনা প্রকাশ করছে, তা ভয়াবহ। অথচ এরাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কর্তৃত্ব করে যাচ্ছে। ইউক্রেন থেকে তো বটেই, রাশিয়ার জঙ্গিদের জাতিসংঘ থেকেও দূর করে দেওয়া উচিত।”

 সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রুশ বাহিনী   আইএস   জেলেনস্কি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত