মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চট্টগ্রামে হিমাগারে বিষ্ফোরণ: ধসে গেছে চারতলা ভবনের একাংশ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৪:২৪ PM
চট্টগ্রাম নগরীর চাক্তাই রাজাখালী এলাকার একটি কোল্ড স্টোরেজে রাখা সিলিন্ডার বিস্ফোরণে একটি চারতলা ভবনের একাংশ ধসে গেছে। নিরাপত্তার কারণে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ধসে যাওয়া ভবনটির আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) রাত একটার দিকে এ বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র বলছে, একাধিক স্টেশনের সাতটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।

তবে ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)। তবে বিষ্ফোরনে একঘন্টার কম সময়ের মধ্যে আগুন লাগা ভবনটি ধসে যায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম বাংলাদেশ বুলেটিনকে জানান, রাত সোয়া বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজে বিষ্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের খবর পাই। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি কোল্ড স্টোরেজ গোডাউনে রাখা অ্যামোনিয়া ভর্তি সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। বিষ্ফোরনের ৪৫ মিনিটের মধ্যে রাত ২টার দিকে চারতলা ভবনটি একাংশ ধসে পড়ে।  বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুরো ভবনটি ধসে যাওয়ায় ধ্বংসস্তূপের নীচে আরো হতাহত থাকার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের সূত্র থেকে সর্বশেষ চার জন আহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূরুল আলম আশেক জানিয়েছেন, রাজাখালী এলাকা থেকে (রাত দেড়টা পর্যন্ত) আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত