ঢাকার কেরানীগঞ্জে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী বলেন, পাঁচ থেকে ছয় জন ব্যক্তি তারাবির নামাজের পর হাতে হ্যান্ডকাপসহ একটি ক্লাবে প্রবেশ করে পুলিশ পরিচয় দেন। পরে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন।
বিষয়টি স্থাণীয়দের কাছে সন্দেহ হলে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয় তাদের। ভুয়া পুলিশ সদস্য বাইজিত ও শাহাবুদ্দিন গ্রেপ্তার হলেও পালিয় যায় বাকিরা। পুলিশ জানায়, আটক বায়েজিদ ও শাহাবুদ্দিন এর আগেও নানা অপরাধে যুক্ত ছিলেন।
বাবু/জেএম