রাজধানীর কেরানীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে প্রায় ছয় হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলার বাস্তা, কলাতিয়া, তারানগর ও হযরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব উপহার সামগ্রী তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেকসহ অনেকে।
বাবু/জেএম