শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ভুলে নিজেদের শহরেই বোমা ফেলল রুশ যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৭:১২ PM

ইউক্রেনে হামলার বদলে ভুল করে নিজেদের শহরেই বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। বোমাটি পড়েছে রাশিয়ার বেলগোরোদ শহরে।

রাশিয়ার এই শহরটির অবস্থান ইউক্রেন সীমান্তের কাছে। ইউক্রেনে যাওয়ার পথে রাশিয়ার জঙ্গি বিমানগুলো নিয়মিতভাবে এ শহরটির উপর দিয়ে উড়ে যায়। আঞ্চলিক গভর্নর বিচেস্লাভ গ্লাদকোভ জানিয়েছেন, ওই বোমার আঘাতে শহরটির একটি প্রধান সড়কে প্রায় ২০ মিটার (৬০ ফুট) চওড়া গর্ত তৈরি হয়েছে। খবর বিবিসির

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণে চারটি অ্যাপার্টমেন্ট ভবন ও চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'বেলগোরোদ শহরের উপর দিয়ে বিমান বাহিনীর একটি সুখোই এসইউ-৩৪ বিমান উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত আকাশযান থেকে একটি তোপ ছুটে যায়।'
 
এসইউ-৩৪ রাশিয়ার একটি সুপারসনিক যুদ্ধ ও বোমারু বিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসা ছবি ও ভিডিওতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন ও গাড়ি দেখা গেছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বেলগোরোদ। শহরটিতে প্রায় ৩ লাখ ৭০ হাজার বাসিন্দা রয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তর দিকের এ শহরটির বাসিন্দারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের গোলা হামলার শঙ্কায় মধ্যে বাস করছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত