শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৫:৪০ AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, সিএনজি চালক আব্দুল লতিফ (৪৫), রোহান মিয়া (২৪), ইদ্রিস মিয়া (৪৫) ও সৈয়দ আবুল বাশার (৬০)।



নিহতদের মধ্যে চালক আব্দুল লতিফ গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানপুর এলাকার জব্বার আলীর ছেলে। এছাড়া নিহত যাত্রী রোহান মিয়া পলাশবাড়ি উপজেলার মেরিরহাটের এনামুল হকের ছেলে, ইদ্রিস আলী একই উপজেলার শ্রীকলা গ্রামের আবু বক্করের ছেলে ও বৃদ্ধ আবুল বাশারও ওই উপজেলার দুবলাগাড়ী গ্রামের মৃত সৈয়দ আব্দুল জব্বারের ছেলে।



দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।


ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


বাবু/এ আর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত