সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
শ্রীপুরে স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৫:১৩ PM
গাজীপুরের শ্রীপুরে ষাটোর্ধ বৃদ্ধ আব্দুল হেকিম ফকিরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামের নিজ বাড়ী থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল হেকিম ফকির সোনাকর গ্রামের মৃত ছুমেদ আলী ফকিরের ছেলে। সে বাসা এবং মসজিদে নামাজ পড়ে সময় পার করতো। নিহতের একমাত্র বোন সফুরা খাতুন জানান, তার ভাইয়ের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার শাহনাজ বেগমকে (৪০) বিয়ে করে। 

তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে মাহবুব (২২) এবং মারুফ (১৯) রয়েছে। ছেলেরা উশৃঙ্খল জীবনযাপন করে। এবং তার ভাইকে স্ত্রীর নামে দুই গন্ডা জমি লিখে দেয়ার জন্য ছেলেদেরকে নিয়ে গত এক বছর যাবৎ প্রায়ই বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতো তার ভাবী। এ নিয়ে আব্দুল হেকিম ফকির মানসিকভাবে টেনশনে থাকতো। ছেলেরা উশৃঙ্খলভাবে চলাফেরা করায় লজ্জায় নামাজের সময় ছাড়া বাড়ি থেকে তেমন বের হতো না। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতের স্ত্রী শাহনাজ বেগম পাশের বাড়ির লোকদেরকে ডেকে তুলে বলেন তার স্বামী ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রীলে গলায় চাদর পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। পরে তারা গিয়ে আব্দুল হেকিম ফকিরকে নামাজ পড়ার সময় মাথায় ব্যবহৃত রুমাল দিয়ে দুই পা বাঁধা এবং গায়ের চাদর গলায় পেঁচানো অবস্থায় খাটে বসা দেখতে পায়।

তিনি দাবি করেন, নিহতের স্ত্রী ও দুই ছেলে মিলে তার ভাইকে শ্বাসরোধে হত্যার পর খাটের উপর বসিয়ে পা বেঁধে এবং গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, সুরতহাল প্রতিবেদনে ওই বৃদ্ধের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফাঁস নেয়ার দৃশ্য সন্দেহ হওয়ায় ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন অহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত