বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ২
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৭:২২ PM
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার রামপুর এলাকায় ‘পাওনা টাকা’ চাওয়া নিয়ে দুই ব্যক্তির সংঘর্ষে মো. আলমগীর (৩০) ও তার বড় ভাই মো. শাহ আলম চয়ন (৪০) নামে দুইজন আহত হয়েছেন। তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭.৩০ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. আলমগীর ও মো. শাহ আলম চয়ন রায়পুর ইউনিয়নের রামপুর এলাকার বাসিন্দা মৃত নূর জামানের ছেলে।

আহত মো. আলমগীর বলেন, রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকার নূরুল ইসলাম ছেলে রুবেলকে (৩৫) আমি দিশারী এনজিও থেকে ২৪ হাজার টাকা ভ্যারাইটিজ মাল দিই। সেই টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় রুবেল ও শেখ ফজলুল হক টিটু আমাদেরকে বেদম মারধর করে। শেখ আব্দুল সোবহানের ছেলে শেখ ফজলুল হক টিটুর ফকিরের বাজারে ভ্যারাইটিজ দোকান রয়েছে। টিপুকে ১৪ হাজার টাকার ভ্যারাইটিজ মাল দেই আমি।

অভিযুক্ত রুবেল বলেন, মো. আলমগীর আমার কাছে কোনো টাকা পাবে না। সন্ধ্যায় আমি ফকিরের বাজারে চা খেতে গেলে পূর্বশত্রুতার জেরে মো. আলমগীর আমাকে হঠাৎ মারধর করে। সেখানে আমি জ্ঞান হারালে আমার ছোট ভাই আমাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে এই ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম রাজুর মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ও তার সাথে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, মারধরের একটি বিষয় শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, শুনেছি আহত মো. আলমগীরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কারও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংঘর্ষ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত