বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কর্মচারীকে ১৫০০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ অম্বানী!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১১:৩৬ PM
এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি নিজের এক কর্মচারীকে একটি বাড়ি উপহার দিয়েছেন। বাড়িটির দাম ভারতীয় মুদ্রায়  ১ হাজার ৫০০ কোটি রুপি।

বাড়িটি আসলে একটি ২২ তলা অ্যাপার্টমেন্ট ভবন। ভারতের সবচেয়ে ধনী রাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী ‍মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত এই ভবনটি। নিজের যে কর্মচারীকে এই বাসভবনটি উপহার দিয়েছেন আম্বানি, তার নাম মনোজ মোদি।

নেপিয়ান সি রোড এলাকাটি মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা। প্রতি বর্গফুট জায়গার দাম ৪৫ হাজার থেকে ৭০ হাজার রুপি এই এলাকায়। মনোজকে যে বহুতলটি উপহার দিয়েছেন আম্বানি, সেটির আয়তন ১ দশমিক ৭ লাখ বর্গফুট। ভবনটির নাম রাখা হয়েছে ‘বৃন্দাবন’।

কিন্তু ঠিক কী কারণে নিজের কর্মচারীকে এত দামী উপহার দিলেন মুকেশ আম্বানি? আম্বানির ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, আম্বানিগ্রুপের প্রধান কোম্পানি রিলায়েন্সে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মনোজ। বর্তমানে এই গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান রিলায়েন্স জিয়োর পরিচালক তিনি।

সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে আম্বানিগ্রুপের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের যে কোটি কোটি ডলারের চুক্তি হয়েছে, সেগুলোর সাফল্যের পেছনে মনোজ মোদির ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আম্বানিগ্রুপের অংশে পরিণত হওয়া মনোজ মোদির বিশ্বস্ততা ও পরিশ্রমেও মুগ্ধ মুকেশ আম্বানি। তারই পুরস্কার হিসেবে কর্মচারীকে এ উপহার দিয়েছেন তিনি।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত