রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
চুলা জ্বালানোর আগে যে পরামর্শ দিলো তিতাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:২৮ PM

চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

বুধবার (২৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিতাস বলেছে, ‘রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।’

এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর ইস্কাটন, গ্রিনরোড, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ ও বাড্ডাসহ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মসজিদে মাইকিং করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে রাতেই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে ৷ নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।

এ ছাড়া ফায়ার সার্ভিস থেকেও বলা হয়েছিল, যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় চুলা জ্বালানো থেকে বিরত থাকা নিরাপদ হবে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রাস্তায় টহলেও বের হয়।

পরে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ সংবাদমাধ্যমকে গ্যাসের গন্ধ নিয়ন্ত্রণে এসেছে বলে জানান।

তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকালের দিকে কমে এসেছে গ্যাসের গন্ধ। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তবে আমরা সব ঠিক করেছি। গ্যাসের মধ্যে যে গন্ধ দেয়া হয়, সেটা নিরাপত্তার জন্যই দেয়া হয়। এতে লিকেজ হলে গন্ধ বের হয়। এখন সমাধান হয়ে গেছে; পরিস্থিতি স্বাভাবিক আছে।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তিতাস   পরামর্শ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত