রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
চীনা মুদ্রায় পণ্য আমদানির ঘোষণা আর্জেন্টিনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৯:৪৯ AM আপডেট: ২৭.০৪.২০২৩ ১০:০১ AM
দশকের পর দশক ধরে বিশ্ব অর্থব্যবস্থায় রাজত্ব করে আসছে মার্কিন ডলার। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব অর্থব্যবস্থায় ঘটছে মেরুকরণ। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে উথান হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানের।

আর এমনই অবস্থায় চীনা মুদ্রা ব্যবহার করে চীন থেকে পণ্য আমদানির ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। অর্থাৎ এই দেশটি চীনা আমদানির জন্য মার্কিন ডলারের পরিবর্তে ইউয়ানে অর্থ প্রদান করবে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা আমদানির জন্য মার্কিন ডলারের পরিবর্তে আর্জেন্টিনা ইউয়ানে অর্থ প্রদান শুরু করবে বলে লাতিন আমেরিকার এই দেশটির সরকার বুধবার ঘোষণা করেছে। মূলত আর্জেন্টিনার হাতে থাকা ডলারের পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে এবং এ কারণে দেশের ক্রমহ্রাসমান ডলারের রিজার্ভকে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্স বলছে, চলতি এপ্রিল মাসে মার্কিন মুদ্রার পরিবর্তে প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ চীনা আমদানি ইউয়ানে পরিশোধ করার লক্ষ্য নিয়েছে আর্জেন্টিনা। আর এরপর প্রতি মাসে প্রায় ৭৯০ মিলিয়ন ডলারের মাসিক আমদানি ইউয়ানে পরিশোধ করা হবে। বুধবার দেওয়া আর্জেন্টিনা সরকাররের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিভিন্ন সেক্টরের কোম্পানির পাশাপাশি চীনা রাষ্ট্রদূত জু জিয়াওলির সাথে বৈঠকের পর এক অনুষ্ঠানে আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রী সার্জিও মাসা বলেছেন, মার্কিন ডলারের বহিঃপ্রবাহ আরও সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা বর্তমানে অর্থনেতিক সংকটের মধ্যে রয়েছে এবং এতে করে দক্ষিণ আমেরিকার দেশটির ডলারের রিজার্ভের পরিমাণ অনেক কমে গেছে। এছাড়া ঐতিহাসিক খরার কারণে দেশটির কৃষিপণ্য রপ্তানির পরিমাণও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

এর পাশাপাশি চলতি বছর আর্জেন্টিনায় নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এ কারণে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তাও বিরাজ করছে। সংকটময় সামগ্রিক এই পরিস্থিতিতে চীনা মুদ্রা ব্যবহার করে চীন থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিলো দেশটি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চীনের সঙ্গে স্বাক্ষরিত মুদ্রা বিনিময় চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। মূলত ব্রাজিলের পর আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে চীন।

একইসঙ্গে এশিয়ার এই দেশটি আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্যও। আর তাই চীনের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে লাভবান হচ্ছে আর্জেন্টিনা। আর এবার চীনা আমদানির জন্য মার্কিন ডলারের পরিবর্তে আর্জেন্টিনা ইউয়ানে অর্থ প্রদান শুরুর ঘোষণা দিলো।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চীনা   মুদ্রা   আর্জেন্টিনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত