সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কেন্দুয়ায় মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ চালককে জরিমানা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ২:০১ PM

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ জন চালককে ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল পৌরশহরের বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে এক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, নরসুন্দা ট্র্যাভেলসের চালক (সুপারভাইজার) খোকন মিয়া (৫ হাজার), সিএনজি চালক কাশেম (৫শ), মাঈনুল (৩শ) ও ইজিবাইক চালক মাহবুব (৩শ) টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা রাজন চন্দ্রসহ পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত