বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৯:৩৯ PM
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম।

এর আগে, বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা জানতে পারে রেল কর্তৃপক্ষ। পরে অন্য স্থানের লাইনে চেকিংয়ের সময় সদর উপজেলার হরণ এলাকায়ও অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের। এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করে। মেরামত শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত শেষ করে সন্ধ্যা থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হচ্ছিল। পরে রাত সাড়ে ৭টা থেকে যাত্রীবাহী ট্রেন আপলাইন দিয়ে চলাচল শুরু করে। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত ১০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত