বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সপ্তাহে চারদিন অফিস চান না বেশিরভাগ জার্মান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১১:১৭ PM
জার্মানির অর্ধেকের বেশি বাসিন্দা মনে করেন, সপ্তাহে চারদিন কাজের নিয়ম ভালো কোনও পরিকল্পনা নয়। তবে এ বিষয়ে মত দেয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ভিন্নতা দেখা গেছে।

জার্মান ম্যাগাজিন ‘স্ট্যার্ন’ এর হয়ে গবেষণা সংস্থা ফোরসা ইনস্টিটিউটের করা জরিপটি মঙ্গলবার প্রকাশিত হয়। এতে অংশ নেয়া জার্মানির ৫৫ শতাংশ বাসিন্দা বলেন, সপ্তাহে চারদিন কাজের পরিকল্পনা বাস্তবসম্মত নয়।

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য যেগুলো আগে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল সেখানকার বাসিন্দারা এই পরিকল্পনা সম্পর্কে সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করেছেন। পূর্বাঞ্চলীয় রাজ্যের ৬২ শতাংশ বাসিন্দা চারদিনের কাজের নিয়ম চালুর বিপক্ষে মত দেন। পশ্চিমের রাজ্যগুলোতে এই হার ৫৪ শতাংশ।

বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেও ভিন্নতা দেখা গেছে। যেমন সবুজ দল সমর্থকদের ৬৯ শতাংশ এই নিয়ম চালুর পক্ষে। আর বিপক্ষে আছেন ২৯ শতাংশ সমর্থক।

চ্যান্সেলর ওলাফ শলৎসের দল সামাজিক গণতন্ত্রী এসপিডির মাত্র ৪৩ শতাংশ সমর্থক এই নিয়ম চালুর পক্ষে। আর ৫৩ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

চারদিনের কাজের মডেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ব্যবসাবান্ধব দল এফডিপির সমর্থকেরা। তাদের ৭৬ শতাংশ এই নিয়ম চান না।

বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ইতিমধ্যে সপ্তাহে চারদিন কাজের মডেল পরীক্ষা করে দেখেছে। এর ফলে কর্মীদের চাপ কমে এবং কাজ-চাকরির ভারসাম্যটা ভালো হয় বলে এসব পরীক্ষায় পাওয়া গেছে।

ইউরোপের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন জার্মানির আইজি মেটালওয়ার্কার্স ইউনিয়নসহ আরও কয়েকটি সংস্থা এমন মডেল চালুর প্রস্তাব দিয়েছে।


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত