সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
রেকর্ড ১১৪০ কোটি ডলার মুনাফা এক্সনমোবিলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৫:৩১ PM

জ্বালানি তেল জায়ান্ট এক্সনমোবিল এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে। এ মার্কিন সংস্থা জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত চাহিদার কারণে ফুলেফেঁপে উঠেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, আগের বছর একই প্রান্তিকের মুনাফা ছিল ৫৫০ কোটি ডলার। রেকর্ড ১১৪০ কোটি ডলার মুনাফায় খরচ কাটছাঁটে নেওয়া পদক্ষেপও ভূমিকা রেখেছে।

জ্বালানি তেলের দাম কমে যাওয়া ও ইউরোপের ২০ কোটি ডলার উইন্ডফল ট্যাক্সও এক্সনমোবিলের মুনাফার চাঙ্গাভাব স্থিমিত করতে পারেনি। এমনকি চড়ামূল্যে রাশিয়া থেকে সরে আসাও প্রভাব ফেলেনি।

প্রতিদ্বন্দ্বী মার্কিন তেল সংস্থা শেভরনও মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে প্রায় ৬৬০ কোটি ডলার মুনাফা করেছে, যা এক বছর আগের চেয়ে ৫ শতাংশ বেশি। সঙ্গে রয়েছে যুক্তরাজ্যে পরিশোধ করা ১৩ কোটি ডলার উইন্ডফল ট্যাক্স।

আগামী সপ্তাহে নিজেদের বাণিজ্যিক ফলাফল নিয়ে হাজির হবে শীর্ষস্থানীয় দুই কোম্পানি শেল ও বিপি।

সূত্র : বিবিসি

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মুনাফা   রেকর্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত