সাতক্ষীরা শহর থেকে নান্টু বেপারী নামের বরিশালের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার রাতে শহরের ইটাগাছা এলাকার একটি ফলের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আসামি নান্টু বেপারী (২৮) বরিশাল জেলার উজিরপুর থানার সাকরাল গ্রামের নুরুল ইসলাম বেপারীর ছেলে।
আসামি নান্টু বেপারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকে আসামি তার নাম পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো।
প্রথমে আসাামি প্রিন্স নামে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করার পর আবারও নাম পরিবর্তন করে ইব্রাহিম নামে সাতক্ষীরার ফল ব্যবসায়ী হিসেবে আত্মগোপন করেছিল। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার একটি ফলের দোকান থেকে তাকে গ্রেফতার করে।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |