বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
দুই জোটের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১০:৪৮ PM
আগামীতে যুগপৎ আন্দোলনে কী কী কর্মসূচি দেওয়া যেতে পারে, তা নিয়ে ১১ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছে প্রধান শরিক বিএনপি। সেখানে চলমান আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত কর্মসূচি একদফার আন্দোলনে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দুটি বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে জাতীয়তাবাদী সমমনা জোট ও পরে ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নিয়মিতই বসি। পরস্পর আলোচনা করে জনগণের কল্যাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে চলমান আন্দোলন, মানুষের আকাঙ্ক্ষা, এ মুহূর্তের বাস্তবতা, আমাদের কী করণীয় হওয়া উচিত-  এসব বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। কিছু পরামর্শ এসেছে এবং তার আলোকেই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যাতে আরও কার্যকরভাবে কর্মসূচি সম্পন্ন করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত