বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শিরোপা উৎসবে অপেক্ষা বাড়ল নাপোলির
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১০:৪৬ PM
সর্বশেষ যেবার লিগ জিতেছিল নাপোলি, তখন দলটার স্কোয়াডে ছিলেন ডিয়াগো ম্যারাডোনা। এই আর্জেন্টাইন কিংবদন্তীর নামের আগে এখন প্রয়াত যোগ হয়েছে, শিরোপা জয়ের পর কেটে গেছে ৩৩ বছর। অথচ কেউ কথা রাখেনি! ১৯৯০ সালের পর আর কেউই যে নাপোলিকে এমন উল্লাসের মঞ্চ তৈরী করে দিতে পারেনি। প্রায় তিন দশকের শিরোপা খরা বোধহয় এবার ঘুচতে যাচ্ছে। আর সেই দিনটা আজই হতে পারতো। তবে সালেরনিতানার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করায় তা আর হলো না। শিরোপা উৎসবের জন্য অন্তত আরও দিন চারেক অপেক্ষা করতে হচ্ছে টেবিল টপারদের।  

সিরি'আতে সালেরনিতানার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। ঘরের মাঠে টপারদের হয়ে গোল করেন ম্যাথিয়াস অলিভেরা। ম্যাচের ৬২তম মিনিটে তিনি দলকে লিড এনে দেন। সেটা ধরে রেখে আশির ঘরে পা রেখেছিল তারা। কিন্তু ৮৪তম মিনিটে বাউলে দিয়ার গোলে নাপোলিকে আটকে দেয় সালেরনিতানার।

লিগ শিরোপা নিশ্চিত করার জন্য নাপোলিকে অপেক্ষা করতে হবে ৩ মে পর্যন্ত। সেদিন উদিনেসকে হারালে কোনো সমীকরণ ছাড়াই শিরোপা নিশ্চিত করবে নাপোলি। 

এর আগে ১৯৯০ সালে ডিয়েগা ম্যারাডোনার জাদুতে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। আর ৩৩ বছর পর ফের আরেকটি আরেকটি লিগ শিরোপা জয়ের অপেক্ষায় আছে ক্লাবটি। নাপোলির শিরোপা পুনরুদ্ধার নিয়ে কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘বছরের পর বছর ধরে সমর্থকেরা যে নিবেদন দেখিয়েছে, শিরোপাটা হবে তার প্রতিদান।’

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত