শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কেন্দুয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এসএসসি পরীক্ষা দিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৫:১৩ PM

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে দিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে উপজেলার আশুজিয়া ইউনিয়নে আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

স্থানীয় বরাতে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী নাবিল আহমেদ সারোয়ার আশুজিয়া করোনেশন ইনস্টিটিউশনে শিক্ষার্থী। সে গত ২৬এপ্রিল সড়ক দুর্ঘটনায় তার ডান হাত ভেঙ্গে যায়। পরে বিকল্প উপায়ে পরীক্ষা দেওয়ার জন্য তার প্রতিষ্ঠান প্রধানের নিকট আবেদন করেন। প্রতিষ্ঠান প্রধান যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নাম নাবিল আহমেদ সারোয়ার। তার রেজি: নম্বর ২০২১১০৭৫১, রোল নম্বর ২৩৮৯২৪। গতকাল ৩০ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরীক্ষা আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ওই শিক্ষার্থীর। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তারই আত্মীয় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সহযোগিতায় তার বাংলা ১ম পত্র পরীক্ষা দেওয়া হয়।

উপজেলার আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এজাহারুল ইসলাম জানান, ওই ছাত্রের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল মানবিক কারণে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি নিজে কেন্দ্র সচিবের পক্ষে ময়মনসিংহ বোর্ড কন্ট্রোলার শামছুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তখন বোর্ড কন্ট্রোলার কেন্দ্র সচিবকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন। পরে এসএসসি পরীক্ষার্থী নাবিল আহমেদের  আত্মীয় অষ্টম শ্রেণির এক ছাত্রের ছবি সত্যায়িত করে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবেরী জালাল বলেন, নাবিল আহমেদ সারোয়ার আহত অবস্থায় পরীক্ষার কেন্দ্রে বসে প্রশ্ন দেখে মুখে মুখে যা বলেছে, অষ্টম শ্রেণির ছাত্রটি উত্তর পত্রে তাই লিখেছে পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরীক্ষা নেয়া হচ্ছে এবং আইননুযায়ী তার পরীক্ষা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত