ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে ২২৬ টি মামলা দায়ের করেছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত এপ্রিল মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
এ সময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর জন্য ১৩৫টি, বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৪১টি ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালানোর দায়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া রেজিস্ট্রেশনবিহীন ৬৭টি ও কাগজপত্রবিহীন ৯৫টি মোটরসাইকেল এবং অবৈধ ৫৫টি যানবাহনসহ ৮টি ট্রাক আটক করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
-বাবু/এ.এস