রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ভারতে কারাবন্দি গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ২:১২ PM

ভারতে জেলের ভেতরে কারাবন্দি এক গ্যাংস্টারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই গ্যাংস্টারের নাম তিল্লু তাজপুরিয়া। তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন। মঙ্গলবার (২ মে) সকালে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় তিনি নিহত হন।


মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে দিল্লির তিহার জেলের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হামলায় কারাবন্দী গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া নিহত হয়েছেন। নিহত এই গ্যাংস্টার সুনীল মান নামেও পরিচিত। কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ-নিরাপত্তা বলয়ের এই কারাগারে গ্যাংস্টার যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা লোহার রড দিয়ে তিল্লুকে মারধর করে এবং পরে তিনি মারা যান।


অবশ্য মারধরের শিকার হওয়ার পর তিল্লু তাজপুরিয়াকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। হামলায় রোহিত নামে আরেক বন্দি আহত হয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।


এনডিটিভি বলছে, গ্যাংস্টার যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান ও রাজেশ কারাগারের দোতলায় তাদের ওয়ার্ডের লোহার গ্রিল ভেঙে ফেলে। পরে তারা একই রড দিয়ে তিল্লুকে আক্রমণ করে। যদিও অন্য গ্যাং সদস্যদের সাথে কারাগারের নিচতলার ওয়ার্ডে রাখা হয়েছিল তিল্লুকে।


এদিকে তিল্লু তাজপুরিয়া হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। গত এক মাসের মধ্যে তিহার জেলে সহিংসতা এবং দলগত শত্রুতার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত মাসে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ঘনিষ্ঠ সহযোগী প্রিন্স তেওয়াতিয়া প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হাতে তিহার জেলে নিহত হয়েছিলেন।

বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত