বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
৮০ ডলারের নিচে নামলো জ্বালানি তেল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৪:৫৫ PM

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছেই। মঙ্গলবার (২ মে) জ্বালানি পণ্যটির মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। এদিন প্রতি ব্যারেলের দর ৮০ ডলারের নিচে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চীনের অর্থনীতি দুর্বল হয়েছে বলে তথ্য সামনে এসেছে।

এছাড়া প্রত্যাশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র সুদের হার বাড়াতে পারে। এতে তেলের বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। 

আলোচ্য কার্যদিবসে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ২৪ সেন্ট। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ০৭ সেন্টে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দর হারিয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ২৫ সেন্ট। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৫ ডলার ৪১ সেন্ট।

আগের কর্মদিবসে উভয় বেঞ্চমার্কের দরপতন ঘটেছে ১ শতাংশেরও বেশি।

সিএমসি মার্কেটের বিশ্লেষক টিনা টেঙ বলেন, চীনের অর্থনীতি পুনরুদ্ধার সত্যিকারভাবে আশাব্যঞ্জক নয়। জ্বালানি ভোক্তা চাহিদা নিম্নমুখী। ফলে তেলের ওপর বাড়তি চাপ পড়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত