টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত বালুবাহী হাইড্রোলিক গাড়ির চাপায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার এলেঙ্গা বল্লা আঞ্চলিক সড়কের চেচুয়াতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবুল হোসেন এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আবুল হোসেন বাইসাইকেলে মসিন্দা থেকে চিনামুড়া বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চেচুয়া এলাকায় পৌছালে বল্লাগামী বালুবাহী একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই আবুল হোসেনের মৃত্যু হয়।
স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই আলামিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে লিখিত দিয়ে লাশ বাড়িতে নিয়ে গেছে।
-বাবু/এ.এস