মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১:৪৮ PM

ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


আজ বৃহস্পতিবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীর নাম মাসুদ (৩৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। 


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একদল গরু ব্যবসায়ী একটি ট্রাক নিয়ে গরু কেনার জন্য পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ভোর সোয়া ৫টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন গরু ব্যবসায়ী মাসুদ। সেসময় ট্রাকে থাকা মো. শানিল (৪৫), মো. হাশেম (৩৪) ও মো. মোরসালিন (২২) আহত হন। 


ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোরসালিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।      


ওয়্যারহাউজ ইন্সপেক্টর-সহকারী পরিচালকের ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের সরোয়ার হোসাইন বলেন, ঘটনাস্থল থেকে একজন নিহত ব্যক্তি এবং ৪ জনকে আহত উদ্ধার করে ঠাকুরগাও সদর হাসপাতলে পাঠানো হয়। 


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত