শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
পটুয়াখালীতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২ স্থাপনা ভস্মীভূত
ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিচ্ছেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আলী আশরাফ
জাকারিয়া হৃদয়, পটুয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৬:১৯ PM আপডেট: ০৪.০৫.২০২৩ ৬:২৮ PM
পটুয়াখালীর পুরান বাজারে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২টি দোকান ও ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত টিমের কর্মকর্তরা।

হঠাৎ দুর্ঘটনায় নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে আহাজারি করছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার সন্ধ্যায় পৌর শহরের ৩নং ওয়ার্ডের পুরান বাজার মিঠা-পুকুর পাড় এলাকায় স্মরণকালের এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয় জনসাধারণের আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ সাতজন আহত হয়েছে। আহতরা হলেন, রাশেদ খান (৩৫) নামের ফায়ারকর্মী, সদর পুলিশ ফাড়ির টিএসআই গোলাম মোস্তফা (৫২), মো. জিহাদ(৯), মো. মাশরাফি (২০) মো. আব্দুল্লাহ (১৬)।

এদের মধ্যে রাশেদকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, হারুন মুন্সি নামের এক ব্যক্তির তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিন্তু বাতাসের চাপে মুহূর্তেই আগুন ছড়িয়েছে আশপাশে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দু’পাশের দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া পানি সংকটের কারণে ক্ষয়ক্ষতিী পরিমাণ কিছুটা বেড়েছে।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান রনিক জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা হালকা ধোঁয়া দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ঐ এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

আরেক প্রত্যক্ষদর্শী এডভোকেট তৌফিক আলী খান মুন্না জানান, ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তারা আসতে দেরি করায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। তাছাড়া ঘটনাস্থলের পাশেই একটি পুকুর ছিল সেখানে গতকালকেই সংস্কারের জন্য পানি সেচ করায় প্বার্শবর্তী নদী থেকে পানি আনায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।

এদিকে জেলা প্রশাসন এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে। আগামী ৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটি স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিসহ তাদের বক্তব্য
শুনেন।

কমিটির সদস্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ জানান, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২৮টি ঘর-বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে তালিকায় নাম পেয়েছি। তালিকায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপনে আরও সময় লাগবে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও উৎঘাটন করা যায়নি। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ
নিরুপনে কাজ করছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পর তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

এদিকে আজ সকালে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান আহমেদ মৃধা, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, ৯৫ ব্যাচের সকল বন্ধু মহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দিয়েছেন।

অপরদিকে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে ক্ষতিপূরভ দেয়ার আশ্বাস দেয়া হয়। এছাড়া ঘরবাড়ি হারিয়ে নিঃস্বদের গতকাল রাত থেকে শুকনোখাবারসহ আজ দুপুর থেকে খিচুরি রান্না করে বিতরণ করছেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসাইন।

এদিকে পুরান বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ। তিনি বুধবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে রাতভর যোগাযোগ রক্ষা করেছেন এবং খোজ খবর নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের শান্তনা দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দেন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত