রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে কে.ওয়াই কয়েল কারখানায় শ্রমিক নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১১:০৬ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস গ্রুপের মালিকানাধীন কয়েল কারখানায় উপর থেকে পড়ে মনির আহমেদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পৌনে ১টার সময় উপজেলার কুমিরা এলাকায় কে.ওয়াই, সিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এঘটনা ঘটে। নিহত মনির ওই কারখানার মেকানিকাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত মনির নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকার মৃত হাজী নুর আহাম্মেদের পুত্র।

কারখানার একাধিক সূত্রে জানা যায়, টিন তৈরি কারখানা কে.ওয়াই স্টিল মিলে নতুন একটি সেড তৈরির কাজ করছিলেন মনির। কোন প্রকার নিরাপত্তা মূলক ব্যবস্থা ছাড়াই প্রায় ৩০ ফুট উচু স্থানে কাজ করার সময় হঠাৎ করেই মনির নিচে পড়ে যায়। 

এসময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টা ২৫ মিনিটের সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে কে. ওয়াই কয়েল কারখানা কর্তৃপক্ষ কঠোর গোপনীয়তা বজায় রাখে। 

দুর্ঘটনার খবর কোন ভাবেই যেন কারখানার বাহিরে না যায় সেই বিষয়ে কারখানায় কাজ করা শ্রমিকদের সতর্ক করা হয়। নাম প্রকাশ না করার শর্তে দুইজন শ্রমিক বাংলাদেশ বুলেটিনকে জানান, এই গরমের মধ্যে এতো উঁচুতে কাজ করা এমনিতেই ঝুঁকিপূর্ণ৷ তার ওপর শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না দিয়ে কাজ করানো হয়৷ ইতিপূর্বেও একই শিল্প গ্রুপের বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় একাধিক শ্রমিক নিহত ও অনেক হতাহতের ঘটনা ঘটলেও আজ অব্দি প্রতিষ্ঠানের মালিক কিংবা দ্বায়িত্বে অবহেলার অভিযোগে কারো বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি। 

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, দুপুরে ঘটনা ঘটলেও কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি আমাদেরকে জানায়নি। সন্ধ্যার সময় তারা থানাকে অবহিত করে। নিহত শ্রমিক মনির আহমেদ কাজ করার সময় কোন সেফটি ছিল না। ঝুঁকিপূর্ণভাবে অনেক উপরে কাজ করছিল অসাবধানতা-বসত নিচে পড়ে মারা যান। লাশ চমেক হাসপাতালের মর্গে আছে। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত