চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকা থেকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত জামায়াতের দুই শীর্ষ নেতা হলেন - সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ৩৩ নম্বর মামলার আসামি সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রায়হান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ১২ নম্বর মামলার আসামি নিজাম উদ্দিন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
-বাবু/এ.এস