পিরোজপুরের কাউখালীতে সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা হল রুমে পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এ চেক বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি পিরোজপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সার্কেল এসপি সাবিয়া মেহেবুবা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান, গণ্যমান ব্যক্তি, সাংবাদিক সহ বিভিন্ন স্তরে জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৩০জন অসহায় ব্যক্তিকে চার হাজার টাকা করে মোট এক লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
-বাবু/এ.এস