সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৩:২৮ PM আপডেট: ০৮.০৫.২০২৩ ৩:২৯ PM

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

আজ সোমবার (৮ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ভূজপুর থানার গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টা বাগান এলাকায় রামগড়গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তারা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. মো. গালিব জানিয়েছেন, বেলা সাড়ে ১১ টার দিকে দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দৌলত খানকে মৃত পাওয়া যায়। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় আশংকাজনক অবস্থায় অপর আরোহী সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান৷

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বাংলাদেশ বুলেটিনকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তারা দু'জনই মারা গেছেন বলে জানতে পেরেছি৷ দু’জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

এদিকে দূর্ঘটনার পর রামগড়গামী বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন জানিয়েছেন৷

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফটিকছড়ি   মোটরসাইকেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত