নেত্রকোনার কেন্দুয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শহীদুল্লাহ নামের এক বখাটের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে।
রবিবার (৭ মে) বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া ইউনিয়নে মাইজকান্দি গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে শিশুটি মার কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে মজা কিনতে যায়। এ সময় রাস্তার পাশে বসে মোবাইলে ছবি দেখতে থাকা স্থানীয় হাবুল ব্যাপারির ছেলে শহীদুল্লাহ (২০) মেয়েটিকে ডেকে নেয়। পরে বখাটে শহীদুল্লাহ শিশুটিকে কোলে বসিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। পরে মেয়েটি চিৎকার করতে করতে বাড়িতে গেলে সে কিছুটা রক্তাক্ত ছিল বলে তার মা জানিয়েছেন।
পরবর্তী পর্যায়ে শিশুটির মা-বাবা ঘটনাটি শহীদুল্লাহর বাবা-মাকে জানালে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে শিশুটির অভিভাবকদের গালিগালাজ করেন। সন্ধ্যায় স্থানীয় ভাবে ঘটনাটি মিট-মীমাংসার জন্য শিশুটির বাড়ীতে সালিশি বসে। বখাটে শহীদুল্লাহ পলাতক কিন্তু তার মা-বাবা সালিশ বৈঠকে আসে নাই। এরপর স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে শিশুটির মা-বাবা রাতেই থানায় ছুটে এ ঘটনা পুলিশকে জানান।
পরে এ ঘটনায় রবিবার (৭ মে) বিকেলে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শহীদুল্লাহকে প্রধান আসামি করে একটি মামলাটি করেছেন। এছাড়া মামলায় তার বাবা-মাকেও আসামি করা হয়েছে। এতে শহীদুল্লাহর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
শিশুটির মা-বাবার সাথে কথা হলে তারা জানান, "আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
এ ব্যাপারে স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কায়সার ধর্ষণের ঘটনার অভিযোগের সত্যতা স্বীকার করে বখাটে শহীদুল্লাহ দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা দানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনায় পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি শহীদুল্লাহসহ অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-বাবু/এ.এস