রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস ও বিষপানে দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উর্মিলা খাতুন (২৮) সকলের অগচরে গোয়াল ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন সমালে ঝুলন্ত অবস্থায় দেখে স্থাণীয় চেয়ারম্যানকে সংবাদ দিলে তিনি গ্রাম পুলিশের সহায়তায় লাশ নিচে নামায়। উর্মিলা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের স্ত্রী। শহিদুলের প্রথম স্ত্রী মারা যাওয়ায় এক সপ্তাহ আগে গত সোমবার পারিবারিকভাবে ডিভোর্সি উর্মিলাকে দ্বিতীয় স্ত্রী বিয়ে করেন।
ভিকটিমের বাবা জাহিদ শেখ জানান, আমার মেয়ে মানসিকভাবে সমস্যা থাকার কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। মানসিক সমস্যার কারণে সে প্রথম স্বামীর সংসার করতে পারেনি। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে।
অপরদিকে একই ইউনিয়নের দক্ষিণবাড়ী বলদাখাল ওয়াপদা গ্রামে মা এবং খালার সাথে অনুরাগ করে আব্দুল মালেক শেখের ছেলে মো: সোয়াইব শেখ (৩২) বিষপান করে ফরিদপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা গেছে। সে ২ মেয়ে ও ১ টি ছেলে সন্তানের জনক।
-বাবু/এ.এস