শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৫:৫২ PM আপডেট: ১১.০৫.২০২৩ ৯:৫০ PM

রাজবাড়ীতে কৃষকের ধান কাটা ও মারাই করে দিল শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কৃষক আরুজ শেখ এর প্রায় এক বিঘা জমির ধান কাটা ও মারাই  কার্যক্রমে সহযোগিতা করেন সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ। কৃষক আরুজ শেখ বলেন, ধান কাটা কার্যক্রমে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতা কর্মীরা আমাকে সহযোগিতা করেছে আমি তাদের ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানাই।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সায়েম ফকির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কৃষক বাঁচাও দেশ বাঁচাও নির্দেশনা বাস্তবায়নের শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহাসচিব কে এম শহীদ উল্যার নির্দেশে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখা এ কার্যক্রম পরিচালনা করেছে। এছারা আমাদের এসংগঠন সব সময় দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার  যে কোন দিক নির্দেশনা বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি।

এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পাংশা সরকারি কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি আরাফাত হোসেন পিয়াস, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত