শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ঘূর্ণিঝড় মোখা : পাহাড় ধসের শঙ্কায় চবিতে মাইকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩, ১২:৪২ AM
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভারী বর্ষণ হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাস ও আশেপাশের পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন কলোনি ও কটেজে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ফতেহপুর ইউনিয়ন পরিষদ।

শনিবার (১৩ মে) সকাল থেকে সচেতনতা লক্ষ্যে মাইকিং করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, ঘূর্ণিঝড় মোখা শক্তিশালী রূপ ধারণ করছে। যেকোনো সময় ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানতে পারে। পাহাড়ি এলাকা হওয়ায় ভারী বৃষ্টিপাত হলে যেকোনো সময় চবিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। যে কারণে ক্যাম্পাসের বিভিন্ন পাহাড়ের পাদদেশ ও কলোনীতে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নিতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, বর্ষাকালে টানা বৃষ্টিতে বিভিন্ন সময় চবিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। গত ১৫ বছরে পাহাড় ধসে এখানে প্রাণ হারিয়েছেন অনেকেই। সর্বশেষ ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন মারা যান।


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত