সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
জীবন বীমা কর্পোরেশনের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে আলোচনা সভা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩, ৩:৪২ PM

'সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, পরিকল্পিত জীবন হোক সবার'  এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং জীবন বীমা কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আজ রবিবার (১৪ মে ) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন  মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর মোফাজ্জল হোসেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইকবাল, বীমা কর্মকর্তা কল্যান পরিষদের সভাপতি আ স ম সালেহ  সোহেল।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন মৌলভীবাজারের ডেপুটি ম্যানেজার দেবাশীষ পাল।

সভায় জীবন বীমার মৌলভীবাজারের ডেপুটি ম্যানেজার দেবাশীষ পাল জানান, জীবন বীমা কর্পোরেশনের বর্তমান ব্যবসায়িক কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কর্পোরেশনের বর্তমানে ৩৪ টি বীমা স্কীম রয়েছে। ২০২০ সালে কর্পোরেশনের লাইফ ফাণ্ড ছিল ২ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা, মোট সম্পদ ২ হাজার ৩৭৩ দশমিক ৩৮ কোটি টাকা এবং বিনিয়োগের পরিমান ছিল ২ হাজার ৩৭৩ দশমিক ৩৮ কোটি টাকা। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত