রাজবাড়ী বালিয়াকান্দিতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৪ মে) বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, মহিলা পরিষদের সভাপতি বাসন্তী সান্যাল, থানা প্রতিনিধি উপ-পরিদর্শক রাজিবুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের সকলের জীবনে মায়েদের যে গুরুত্ব তা বলে শেষ করা যাবে না। যার মা নেই কেবল মাত্র সেই বোঝে মায়ের শূন্যতা কতটুকু, যা দুনিয়ায় কোন অর্থ-সম্পদ বা কোন কিছুই দিয়ে পূরণ সম্ভব নয়। তাই সকলের কাছে প্রত্যাশা থাকবে আপনারা মাকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন এবং মায়ের প্রতি যে দায়িত্ব তা পালন করবেন।
-বাবু/এ.এস