ঘূর্ণিঝড় ‘মোখা’র পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আলাদা ৩৫ বেডের ওয়ার্ড৷ সাথে ২৪ ঘণ্টা সেবা দিতে ৩৫ জনের একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছে, কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন, দ্বীপ উপজেলা কুতুবদিয়া-মহেশখালীর সোনাদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ দূর্ঘটনা হতে পারে৷
রবিবার বিকেলে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুমিনুর রহমান বাংলাদেশ বুলেটিনকে এসব তথ্য নিশ্চিত করেন৷
তত্বাবধায়ক জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যারা আহত হবে এবং আক্রান্ত হবে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালের চতুর্থ তলায় আলাদা ৩৫ বেডের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সাথে ২৪ ঘণ্টা সেবা দিতে ৩৫ জনের একটি মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে৷
তত্বাবধায়ক মুমিনুর রহামান জানান, ঘূর্ণিঝড় মোখার আঘাতে যতসব রোগী আসবে তাদের যেন নিশ্চিত সেবা দিতে পারি তাই এ প্রস্তুতি আমরা নিয়েছি৷
-বাবু/এ.এস