ঘূর্ণিঝড় মোখা এর কারণে মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় সর্বত্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পক্ষ থেকে এই গ্যাস সংকট আরো কয়েকদিন বিদ্যমান থাকবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের পর নগরবাসি বিকল্প জ্বালানীর খোঁজ শুরু করতে বাধ্য হয়। বিশেষ করে বাসা-বাড়িতে রান্নার চুলা জ্বালাতে না পারায় সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়তে হয়। আর এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এলপি গ্যাস সিলিন্ডার এর কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম আদায় করছে। সেই সাথে রান্নার কাজে ব্যবহৃত রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলার দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত অভিযোগ পেয়ে গতকাল রাত থেকেই অভিযানে নামেন চট্টগ্রাম জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
সোমবার (১৫ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশনায় আবারো অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় ভোক্তাদের কাছ থেকে বাড়তি মূল্য আদায়ের অভিযোগে নগরীর কোতোয়ালী থানাধীন লাভ লেনের হাবিব ট্রেডার্সে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়স্থ জে.এস ট্রেডিং কে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর আভিযানিক দলটি নগরীর গোলাম রসুল মার্কেটে অভিযান চালায়। এ সময় রান্নার কাজে ব্যবহৃত ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশী রাখায় দুটি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নগরীর বিভিন্ন স্থান থেকে এলপি গ্যাস সিলিন্ডার ও বিকল্প চুলার দাম বাড়তি নেয়ার অভিযোগ পাই৷ আজকের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের পাশালাশি গোলাম রসুল সহ অন্যান্য মার্কেট কমিটি ও দোকানদারদের বাড়তি দাম আদায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান চলমান থাকবে বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
-বাবু/ এ.এস