শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাতে ৫ বিভাগে হতে পারে কালবৈশাখী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১২:৩০ AM
রাতে দেশের পাঁচ বিভাগ ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও রংপুরের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে দেওয়া পোস্টে এমন আভাস দিয়েছেন।

বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে দেওয়া পোস্টে পলাশ জানিয়েছেন, সোমবার রাত সোয়া ১১টা থেকে ভোর ৪টার মধ্যে ময়মনসিংহ বিভাগের প্রায় সব জেলার ওপর দিয়ে কালবৈশাখী অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। হতে পারে বজ্রপাতও। ময়মনসিংহ জেলার ওপর দিয়ে রাত সোয়া ১১টা থেকে রাত ১টার মধ্যেই কালবৈশাখী বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাত সোয়া ১১টার পর থেকে ভোর ৫টার মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রপাতেরও।

তিনি আরও জানিয়েছেন, রাত ১২টার পর থেকে ভোর ৪ টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে কালবৈশাখী অতিক্রম করতে পারে। এ ছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে রাত ৩টার পর থেকে ভোর ৬টার মধ্যে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে আরেকটি পোস্টে এই আবহাওয়াবিদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বিশেষ করে বান্দরবান জেলার ওপর দিয়ে কালবৈশাখী অতিক্রম করতে পারে রাত ১১টা থেকে রাত ৩টার মধ্যে।

এ ছাড়া রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে রাত ১১টা থেকে রাত ২টার মধ্যে কালবৈশাখী বয়ে সম্ভাবনা রয়েছে।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত