নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সংবাদমাধ্যম নিউজহাবকে বলেছেন, ‘আমার কাছে একেক রকম তথ্য এসেছিল। আমি বুঝতে পেরেছি, ছয় জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। যা মনে হচ্ছে এ সংখ্যা আরও বাড়বে।’
ওয়েলিংটনের ফায়ার ও জরুরি উদ্ধারকারী সংস্থার বিভাগীয় পরিচালক নিক প্যায়াট স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের একটু পরই ফায়ার-ফাইটাররা আগুনের খবর পেয়ে ওই হোস্টেলে যান। সেখান থেকে তারা ৫২ জনকে উদ্ধারে সক্ষম হন।
তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এছাড়া কিভাবে আগুন লাগল তাও জানা যায়নি। এ ঘটনা তদন্তে একটি আনুষ্ঠানিক কমিটি গঠন করা হবে।
সংবাদমাধ্যম নিউজহাব জানিয়েছে, ওই হোস্টেলটিতে ১০০ জনের মতো মানুষ থাকতেন। আর হোস্টেলটির বাসিন্দাদের বেশিরভাগই একটি হাসপাতালে কাজ করতেন। তারা একেকজন একেক সময় (শিফট ভিত্তিতে) কাজে যেতেন। ফলে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ওই হোস্টেলের ভেতর কতজন ছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: সিএনএন
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |