রাজবাড়ী বালিয়াকান্দিতে ২০২২-২০২৩ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সোমবার (১৫ মে) সকালে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে ৮ জন কৃষকের মাঝে সিডার, রিপারসহ অন্যন যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপপরিচালক মোহাম্মদ মাছিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপকারভোগীরা।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |