সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
স্মৃতিবিজড়িত সেই বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০:৪৬ AM আপডেট: ১৬.০৫.২০২৩ ১১:১৯ AM

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন, বাংলাদেশের রাষ্ট্রপতি। তার শৈশব কেটেছে পাবনা শহরের অলি-গলিতে, বন্ধুদের সাথে আড্ডা মেরে, কখনো বা স্কুল ফাঁকি দিয়ে। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি।

তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই পাবনায় এসেছেন সাহাবুদ্দিন। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্যবন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। সেই হিসেবে ময়রার দোকানে এসেছিলেন মিষ্টি খেতে। নাম লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম আব্দুল হামিদ রোডে এ দোকান।
 
দোকানে ঢুকেই বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। এরপর খেলেন মিষ্টি। সাথে সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন।
তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না; ভুলে যাওয়া উচিত না।

সূত্র: বাসস

-বাবু/ সাদরিনা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মিষ্টি   বাল্যবন্ধু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত