শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
‘‘ ফিৎনা-ফাসাদ সৃষ্টিকারী হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ ’’
জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৫:৪৫ PM আপডেট: ১৬.০৫.২০২৩ ৬:৩৪ PM

ফিৎনা-ফাসাদ সৃষ্টিকারী হত্যার চেয়েও জঘন্যতম অপরাধী। যে সমাজে ফেৎনা সৃষ্টি করে সে কোন ধর্মের লোক নয়।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রতি ও সচেতনামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এ কথা বলেন। তিনি আরো বলেন, যার ধর্ম সেই পালন করবে। ধর্ম পালনে রাষ্ট্রের কোন বাধা নাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। অন্যান্য সকল জীব মানুষের অধীন। মানুষের জন্যই রয়েছে ধর্ম পালনের বাধ্যবাধকতা। তিনি আরো বলেন, পৃথিবীতে ৪,৩০০টির বেশি ধর্ম রয়েছে। তবে প্রধান ধর্ম ১০টি। ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নেই। সকল ধর্মের মূলনীতি অনুযায়ী ধর্ম পালনের ব্যাপারে সবাই স্বাধীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন সাতক্ষীরা শাখার স্বপন বৈরাগী।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত