বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ইমরান খানের সমর্থকদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানি সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৫:৫৬ PM

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সতর্ক করছেন বলেছেন, গত ৯ মে পরিকল্পিতাবে সেনা স্থাপনায় হামলা করা হয়েছে। এ ধরনের ঘটনা আবার ঘটলে তা আর সহ্য করা হবে না। খবর এনডিটিভি 

সিয়ালকোট গ্যারিসন ভ্রমণের পর এই সেনাপ্রধান বলেন, কাউকে আমাদের মর্যাদা ভূলণ্ঠিত করার অধিকার দেওয়া হবে না।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান আসিম মুনির সিয়ালকোট গ্যারিসন ভ্রমণ করেছেন। সেখানে তিনি জাতির জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের কথা স্মরণ করেন। পরে তিনি তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সেনাপ্রধান বলেন, পাকিস্তানের সেনাবাহিনী নিজ দেশের সম্মান বজায় রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে। যারা পাকিস্তানের মর্যাদা রক্ষায় প্রাণ হারিয়েছেন তারা জাতির কাছে সম্মানিত হয়ে থাকবেন।

এ সময় তিনি গত ৯ মে কে কালো দিন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের আরো কঠোরভাবে দায়িত্ব পালন করা নির্দেশন দেন।

আসিম মুনি বলেন, পূর্বপরিকল্পিতভাবে আবারও ইমরান খানের সমর্থকরা ভাঙচুর এবং নিরাপত্তার বিঘ্ন ঘটালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান   সেনাপ্রধান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত