গ্রেপ্তারকৃতরা হলেন, খাদেম হোসেন (৫০), জাহিদুল ইসলাম রাজন (২২), সজল হোসেন (২১) ও শহীদ হোসেন (৩০)।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২৪ এপ্রিল রাত ৮টার সময় ঝালকাঠি জেলার রাজাপুর ইউনিয়নের জগাইর-আট গ্ৰামে ইউপি সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা মিলে চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, ছুরি নিয়ে পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে আব্দুর রব হাওলাদার (৬০) ও তার ভাতিজা বেলায়েত হোসেন (৫০) খুন করে বিভিন্নস্থানে পালিয়ে যায়। এরপর দিন ২৫ এপ্রিল নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮ বিষয়টি আমলে নিয়ে আসামির অবস্থান শনাক্ত করে। পরে গত বুধবার (১৭ মে) দিবাগত রাত পৌনে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ ও র্যাব ১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নেত্রকোণার পূর্বধলা থানা এলাকা থেকে রাত ২টার দিকে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিদর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |