মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ২:১৫ PM
কুমিল্লার লাকসামে ট্রেনের কাটা পড়ে রওশন বিনতে শফিক (৪৪) নামক এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।  

তিনি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা। তার বাবার নাম শফিকুল হোসেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে তিনি বেশ কিছুদিন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা। মাসখানেক আগেও তিনি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে বুঝিয়ে বাসায় পৌঁছে দেন।

লাকসাম জিআরপি থানার এস.আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত