সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ডোমারে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা
ডোমার (নীলফামারি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ২:৪১ PM

নীলফামারীর ডোমারে যৌতুকের জন্য কবিতা রানি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত ১১টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সুবাস চন্দ্র শীল ডোমার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়ার মৃত অভিনয় চন্দ্র শীলের ছেলে।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালে সুবাস চন্দ্র শীলের সঙ্গে পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা (নাউয়াপাড়া) এলাকার মৃত বিরেন্দ্র শর্মার মেয়ে কবিতা রানির (৩৫) বিয়ে হয়। এরমধ্যে তাদের এক ছেলে জন্মগ্রহণ করে। কিন্তু মাঝেমধ্যেই কবিতা রানিকে যৌতুকের জন্য মারধর করত সুবাস।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিতা রানিকে গলাটিপে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারে সুবাস। এতে কবিতা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবিতা রানি অনবরত বমি করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, এ ঘটনায় মৃত কবিতা রানির ভাই সনাতন শর্মা বাদী হয়ে সুবাস চন্দ্র শীলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত